সুদানের দারফুর অঞ্চলে এক মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন এক চিকিৎসক। আর আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। শুক্রবার সকালে এল-ফাশের শহরের ওই মসজিদে নামাজ চলাকালে হামলাটি হয়। স্থানীয়রা জানান, ড্রোনটি সরাসরি মসজিদে আঘাত হানলে মুহূর্তেই ডজনখানেক মানুষ প্রাণ হারান। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ এখনও চলছে। এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। তবে তারা কোনো দায় স্বীকার করেনি। আরএসএফ ও সেনাবাহিনী দুই বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত। এল-ফাশের দখলের লড়াই এখন সবচেয়ে তীব্র আকার নিয়েছে। এটি দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। এখানে তিন লাখেরও বেশি সাধারণ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বিশ্লেষকদের আশঙ্কা, শহরটি দখলে নিলে আরএসএফ শত্রু বিবেচিত জাতিগোষ্ঠীগুলোর ওপর ভয়াবহ নিপীড়ন চালাতে পারে।...