এর আগে গত ১২ সেপ্টেম্বর রমনা কালী মন্দিরে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করে সংখ্যালঘু অধিকার আন্দোলন। তার আগের দিন সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৮ দফা দাবি এবং অনশন কর্মসূচির বিষয়টি জানিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সমাজকল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।জাতীয় প্রেস ক্লাবে গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের দাবি জানায় সংখ্যালঘু অধিকার আন্দোলন। ওই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছিল, ৮ দফা বাস্তবায়ন না হলে সংখ্যালঘু সম্প্রদায় এ দেশে নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিগুলো নিয়ে সরকার আলোচনা শুরু না করলে তারা অনশন, আমরণ গণঅনশন কর্মসূচি শুরু করবেন। জাতীয় প্রেস ক্লাবে গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন...