৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থান, একদলীয় শাসন বা বাকশাল প্রতিষ্ঠা ও বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নপত্র বিশ্লেষণে দেখা যায়, সেট-১-এর ৯২ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ‘জুলাই শহীদ দিবস কোনটি?’ প্রশ্নে চারটি অপশন রাখা হয়। সেগুলো হলো- ১ জুলাই, ২৯ জুলাই, ৫ আগস্ট ও ১৬ জুলাই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে দিবসটি ঘোষণা করা হয়। এটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস। প্রশ্নেপত্রে ৯৩ নম্বরে রয়েছে ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন?’ যার উত্তরে অপশন দেওয়া হয়েছে ২০২৪ সালের ৫...