তিনি বলেন, নির্বাচন মানেই হিন্দু সম্প্রদায়ের কাছে এক দুঃস্বপ্ন। নির্বাচনের আগেও আমরা আক্রান্ত হয়েছি, নির্বাচনের পরেও আক্রান্ত হয়েছি। এসব সহিংসতার ঘটনা দুঃস্বপ্নের মতো তাড়া করছে আমাদের। দেশে গণতন্ত্রের সত্যিকারের চর্চা থাকলে সাম্প্রদায়িকতা থাকতো না। রাজনীতিবিদদের বলব- এই দুঃস্বপ্ন যাতে দূর হয়, সেই ব্যবস্থা করুন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বললেন, আমরা সবাই এক পরিবার। কিন্তু আমরা এর বাস্তবায়ন দেখছি না। এই সরকারের আমলে সারা দেশে ২৫শ’ এর মতো সহিংতার ঘটনা ঘটেছে। কিন্তু কোনোটারই বিচার হচ্ছে না। আমরা এ দেশের নাগরিক। সকলে মিলে-মিশে থাকতে চাই। সেই সুন্দর পরিবেশ আমরা চাই। আমরা চাই, সহিংসতার অবসান হোক।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস বলেন, গণঅভ্যুত্থান...