১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম বগুড়ার আদমদীঘিতে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪ বস্তা চালসহ ১২০ বস্তা চাল জব্দসহ শাহিদা বেগম নামের এক ডিলারের গুদাম সিলগালা করেছে উপজেলা প্রশাসন। জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এলাকার মানুষ যখন জুমার নামাজের জন্য মসজিদে যান ঠিক সে সময় আদমদীঘি সদর থেকে মুরইল বাজারে দুটি অটোরিকশা ভ্যানযোগে ৩৭ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে নওগাঁ মহাসড়কের আদমদীঘি হাসপাতালের সামনে চালসহ গাড়ি দুটিকে আটক করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির আদমদীঘি পশ্চিম বাজারের একটি গুদাম থেকে পাচার করে মুরইল বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। ডিলার শাহিদা বেগমের স্বামী দুলাল হোসেন বলেন, অটোরিকশায় আটক ৩৪ বস্তা চাল আমার স্ত্রীর নয়। এদিকে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর প্রায় ৩ ঘণ্টা পর...