খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাসহ সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার শঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন। যা বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে। জানা গেছে, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় উপজেলার পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আহ্বান করে। উক্ত বিক্ষোভ মিছিল সফল করার জন্য নেতাকর্মীরা যথা সময়ে হাজির হতে থাকে। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ মল্লিক সেখানে গণসংযোগ করার ঘোষণা দেন। এ খবর উপজেলা প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার...