অভিনেত্রী শবনম ফারিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়রা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই। ফারিয়ার জীবনসঙ্গীর নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর সন্তান। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।আরো পড়ুন:পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান বলিউডে ফিরছেনবাবার নামে বিভ্রান্তি বন্ধের আহ্বান আঁখির শবনম ফারিয়া বলেন, “বিবাহবিষয়ক নানা জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হয়েছিল— হয়তো এই...