পঞ্চম দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা। ক্যালেন্ডারের পাতায় শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রার্থীদের প্রচারণায় কোনো কমতি দেখা যায়নি। সকালের দিকে ক্যাম্পাসে আনাগোনা কম থাকলেও দুপুরের পর থেকে আবার প্রচারণায় মুখর হয়ে উঠতে শুরু করে পুরো ক্যাম্পাস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হওয়ায় সকালের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসগুলোতে নিজেদের প্রচারণা নিয়ে হাজির হন প্রার্থীরা। যেহেতু ছুটির দিনে শিক্ষার্থীরা মেসে বেশি সময় কাটান। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়েছেন, বিতরণ করছেন নিজেদের পরিচিতি ছাপানো লিফলেট ও পোস্টার। দুপুরের দিকে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও শহীদ মিনার চত্বরকে কেন্দ্র করে প্রচারণার এক ভিন্ন চিত্র দেখা যায়। নামাজ শেষে বেরিয়ে আসা শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে...