জয়পুরহাটে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের বহিষ্কৃত ৭ নেতাকে আগামী তিন দিনের মধ্যে স্ব স্ব পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন জেলার বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। আগামী ৩ দিনের মধ্যে বহিষ্কৃত এসব ছাত্রদল নেতার স্বপদে পুনর্বহাল না করা হলে রোববার থেকে অনশন কর্মসূচিসহ ছাত্রদল থেকে গণহারে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। জয়পুরহাটে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা, শহর ও একটি কলেজ শাখার মোট ৭ নেতাকে গত বুধবার বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বহিষ্কৃত এ ছাত্রদল নেতারা হলেন- জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম...