তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আপনারা চোখ-কান খোলা রাখুন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করছে; তাদের ধরুন। তবে আইন নিজের হাতে তুলে নেবেন না, দরকার হলে তাদের আইনের হাতে তুলে দিন। পাশাপাশি গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. চান মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ তুরাগ থানা বিএনপি ও...