হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় ইসলামিক রিসার্চ সেন্টারে তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক কেফায়েত উল্লাহ আজহারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাতে বসুন্ধরার ইসলামিক রিসার্চ সেন্টারে এনসিপির আহ্বায়ক এসেছিলেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, মহাসচিব ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।” কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে কেফায়েত উল্লাহ বলেন, “আমি বৈঠকে উপস্থিত ছিলাম না। এ বিষয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলতে পারবেন।” হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ছবিতে দেখা যায়, হেফাজতের আমির...