বৃষ্টির বাধায় স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণ ফের মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বর থেকে। রাজশাহী ও বগুড়ায় হয়ে যাওয়া ৪টি ম্যাচের পর টুর্নামেন্টের বাকি অংশের খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটো মাঠে। খেলোয়াড়রা রিপোর্ট করবেন ২৪ সেপ্টেম্বর, জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। গত ১৪ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী-ঢাকা মেট্রো ম্যাচটি হয়েছিল ৫ ওভারে, এছাড়া একই ভেন্যুতে দিনের পরের ম্যাচ এবং বগুড়া ভেন্যুতে দুটো ম্যাচই পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। দলগুলোর ভেতর পয়েন্টও হয়েছে ভাগাভাগি। টুর্নামেন্টের এই পর্যায় থেকেই পরের খেলাগুলো শুরু হবে বলে জানিয়েছেন কাওসার। এনসিএল টি-২০ নতুন রূপে চালু হবার পর গত মৌসুমের খেলাও হয়েছিল সিলেটেই। এবার ক্রিকেটকে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিতে বিসিবি চেয়েছিল...