দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন কাল শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের প্রস্তুতি নিতে গত কয়েকদিন ধরে উদ্যোমী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তবে এই সম্মেলনের ব্যানার ও দাওয়াতপত্রে কিশোরগঞ্জের আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাকে সম্মেলনে অতিথি করাও হয়নি। গত জুলাই মাসে গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি বিতর্কিত বক্তব্যের কারণে ফজলুর রহমানকে তিন মাসের জন্য দলীয় সব পদ থেকে স্থগিত করা হয়। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, দলের নেতাকর্মীদের অনুরোধ করব, আমার বিরুদ্ধে দেওয়া...