১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম পিআর পদ্ধতি নির্বাচনের দাবি পূরণ করেই ছাড়বো, এছাড়া সকল সংকট আলোচনার টেবিলে না চাইলে রাজপথে সমাধানেও আমরা রাজি আছি, এমন প্রচ্ছন্ন হুমকি দিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এছাড়া তিনি বলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা ছিলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রতিবদ্ধ। তাই নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কর্মসূচী পালন করছে। শুধু জামায়াত নয়, দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অধিকাংশ রাজনৈতিক দল এই দাবিতে আন্দোলন করছে। তিনি বলেন, এই কর্মসুচি দেখে কেউ কেউ বলেন আমরা...