নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। এ জন্য আমরা গর্বিত। তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকা উচিত। জেলার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়ন সারা দেশের জন্য মডেল হবে—এ লক্ষ্যেই সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজকে দায়িত্বশীলভাবে গ্রহণ করতে হবে। বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে মেহেরপুর একদিন দৃষ্টান্ত স্থাপন করবে এবং উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাবে।” শুক্রবার বিকেলে ৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আটতলা নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা কমিশন বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। এটি রোধ করতে হবে। নাহলে সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হবেন। এখানে জনপ্রশাসন সচিব,...