প্রায় আট মাস তালিবানের হাতে বন্দি থাকার পর মুক্তি পেলেন এক ব্রিটিশ দম্পতি। মুক্তি পেয়ে তারা কাতারে তাদের মেয়ের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করলেন।এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ৮০ বছর বয়সী পিটার রেনল্ডস ও তার স্ত্রী ৭৬ বছর বয়সী বার্বি রেনল্ডস আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে বসবাস করছিলেন। গত এক ফেব্রুয়ারি দেশে ফেরার পথে তাদের আটক করে তালিবান। শুক্রবার সকালে কাতারের মধ্যস্থতায় তাদের মুক্তি দেওয়া হয়। পরে দোহায় পৌঁছালে মেয়ে সারা এনটউইসল তাদের স্বাগত জানান। দীর্ঘ আলিঙ্গনের পর তারা একসঙ্গে বিমানবন্দর ভবনের দিকে হেঁটে যান। চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে দম্পতি যুক্তরাজ্যে ফিরে যাবেন। যদিও তাদের দীর্ঘদিনের বসবাস ছিল আফগানিস্তানের বামিয়ান প্রদেশে। তালিবান জানায়, দম্পতি আফগান আইন ভঙ্গ করেছিলেন এবং বিচারিক প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে আটকের কারণ প্রকাশ...