নরসিংদীর সদর উপজেলার চরাঞ্জল আলোকবালীতে ইদন মিয়া হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধুকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে বিএনপির দুটি বিবাদমান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। অপর দিকে বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হন। নিহত ফেরদৌসী আক্তার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামের রয়েস আলীর স্ত্রী। অপর দিকে শিউলি আক্তার শ্রীনগরের পলাশতলী গ্রামের মস্তু মিয়ার মেয়ে। পুলিশ নিহত দুই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য...