১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম সিলেট-ঢাকা মহাসড়কে চোরাচালান রোধে জোর তৎপরতার শুরু করেছে সিলেট রিজিওন হাইওয়ে পুলিশ। সেকারনে চোরাকারবারীদের আতংকে পরিণত হয়েছে হাইওয়ে সড়কে নিয়মিত চেকপোস্ট। বিশেষ করে হবিগঞ্জের অলিপুরে প্রায় প্রতিদিন ধরা পড়ছে ভারতীয় নিষিদ্ধ চেরাইপন্য। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আটকে সরাসরি উপস্থিত থেকে অভিযানে নামেন পুলিশ সুপার রেজাউল করিম। এ সময় ঢাকামুৃখী একটি কাভার ভ্যান নম্বর ঢাকা মেট্রো ঠ ১৩-৩৩৯৭ আটকে তল্লাশী করে হাইওয়ে পুলিশের সদস্যরা। তল্লাশী করে প্রায় ২৮ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় পণ্য উদ্ধারসহ আটক করা হয় গাড়ি চালককেও। তল্লাশীকালে জব্ধকৃত পন্যের মধ্য রয়েছে DICLO - M (ব্যথানাশক ঔষধ ) ৩,০২,৪০০ পিস,মূল্য = ১৫,১২,০০০/-টাকা, সিগারেট ( Mond, Oris, Omga, Xso ) ৮৪,০০০ পিস, মূল্য = ১০,৯০,০০০/-টাকা, চকলেট (...