মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জোহর শহরে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ৫৫ অভিবাসীকে আটক করেছে। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শহরের ছয়টি রেস্তোরাঁয় পরিচালিত ‘অপ সেলেরা’ নামের এ বিশেষ অভিযানে বৈধ অনুমতিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ এবং অন্যান্য অভিবাসন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে মিয়ানমারের ৪৬, কোরিয়ার ছয় এবং ১৮ থেকে ৫৩ বছর বয়সী তিন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তারা বৈধ কাগজপত্র ছাড়াই খাবার পরিবেশনকারী ও রাঁধুনি হিসেবে কাজ করতেন...