জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় সমাধান হচ্ছে না বলে ৫ দফা দাবি দিয়ে আন্দোলনে যাচ্ছে তার দল। পাঁচ গণদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না। অনেকেই আমাদের বলছেন, আলোচনায় থাকা সত্ত্বেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন। তার কারণ আলোচনা করা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না। কোনো কিছুর চাপের মুখে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আন্দোলন রাজনীতির অংশ।...