রাজধানীর মানিকনগর এলাকায় গ্যাসের সংকট সমাধান ও রাস্তা সংস্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন মুগদা থানার আওতাধীন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার মানিকনগর পুকুরপাড় কেন্দ্রীয় মসজিদের পাশে সপ্তাহব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করা হয়। গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মুগদা পশ্চিম থানা জামায়াতের আমির মতিউর রহমান আকন, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও থানা কর্মপরিষদের সদস্য সেলিম রেজা, ইমদাদুল হক, আব্দুর রহমান প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে মতিউর রহমান আকন বলেন, মানিকনগর একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। অথচ এই এলাকায় সব সময় গ্যাসের সংকট থাকে। নিয়মিত সংকটের কারণে সব শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই সমস্যা সমাধান করা সরকারের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, গ্যাস সংকটের বিষয়টি সরকার দ্রুত সমাধান করবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা নষ্ট হয়ে গেছে। রাস্তায় ছোট-বড় খানাখন্দ রয়েছে। বৃষ্টি...