আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। তাদের এই জয়ের সুবাদে বাংলাদেশও জায়গা করে নিয়েছে এশিয়া কাপের সেরা চারে।এখন লিটন দাসদের সামনে অপেক্ষা আরও কঠিন চ্যালেঞ্জ—প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এখানেই বাংলাদেশের জন্য তৈরি হয়েছে বাড়তি চাপ। একমাত্র বাংলাদেশকেই টানা দুই দিন মাঠে নামতে হবে। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলার পরদিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে লিটনদের। বাকি সব দলই প্রতিটি ম্যাচের আগে বিশ্রামের সুযোগ পাচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে কোনো অভিযোগ নেই দলের পেস বোলিং কোচ শন টেইটের। তিনি বলেন, ‘যেমন সূচি আছে, সেটাই মেনে নিতে হবে। আধুনিক ক্রিকেটে রিকভারি ব্যবস্থা, ফিটনেস ও ডাটা অ্যানালাইসিসের সুবিধা রয়েছে। আমি এসব নিয়ে বাড়তি চিন্তা করি না। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। ’ সুপার ফোর শুরুর আগে বাংলাদেশ দল আবুধাবি থেকে সরাসরি দুবাইয়ের টিম হোটেলে উঠে...