জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত নিষেধাজ্ঞাসমূহ স্থায়ীভাবে প্রত্যাহার না করার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। এই সিদ্ধান্তকে ইরানের জন্য নতুন অর্থনৈতিক আঘাত হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা পুনর্বহাল রোধের প্রস্তাবটি চারটি ভোটের পক্ষে ও নয়টি ভোটের বিপক্ষে পড়ে। ফলে বড় কোনো চুক্তি না হলে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। এদিকে, আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভোটাভুটিতে রাশিয়া, চীন, আজারবাইজান ও আলজেরিয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের মোট নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং দুটি দেশ ভোটদানে বিরত থাকে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে গত আগস্ট মাসের শেষদিকে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য তেহরানকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে এই...