রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সরকার দেশের বিমানবন্দরের সকল সংস্থা ও এজেন্সির একক পরিচালনা ও তত্ত্বাবধান বেবিচকের হাতে অর্পণ করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পুলিশ, বিমানবাহিনী এবং বেবিচকের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে মোট ছয়টি গুরুত্বপূর্ণ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হলো— দেশের সব বিমানবন্দরে কার্যরত সংস্থা ও এজেন্সি এখন থেকে একক কর্তৃত্বের অধীনে পরিচালিত হবে। এই একক কমান্ডের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে বিমানবন্দরের কার্যক্রমে সুসংহত কমান্ড ব্যবস্থা তৈরি হবে, দায়িত্ববিভাজন আরও স্পষ্ট হবে এবং প্রতিটি কার্যক্রমে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে।”সভা থেকে স্পষ্ট হয়েছে যে, আইন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের দায়িত্ব যথারীতি পালন করবে; তবে সার্বিক সমন্বয়,...