সাত দফা দাবিতে জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেই বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়, বরং স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এগোবে এনসিপি। শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি। তাই জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আমরা নেই।” তিনি আরও বলেন, “গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা একসঙ্গে চাই। তাই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।” নির্বাচন...