বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সুশিক্ষিত জাতি ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। জাতি যদি সঠিক শিক্ষা না পায়, তবে উন্নত বাংলাদেশও গড়া যাবে না। শুক্রবার বিকালে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, তার বেশিরভাগই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে। শিক্ষকদের জন্য কল্যাণ তহবিলও বিএনপির উদ্যোগেই গঠিত। তিনি আরও বলেন, “শিক্ষকদের সম্মান দেওয়ার চিন্তা প্রথম করেছিলেন শহীদ জিয়া। আর মেয়েদের বিনা পয়সায় পড়াশোনার সুযোগ তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া।” অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক...