বরিশালের মুলাদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী আব্বাস হাওলাদার ও তার ভাই বশির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে মুলাদী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা টহল দল ও পুলিশের যৌথ অভিযানে কাজিরচর ইউনিয়নের চর কমিশনার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ১৩টি ককটেল বোমা, একটি রামদা, দুটি চাইনিজ কুড়াল ও নগদ অর্থসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্বাস ও বশির ওই এলাকার আব্দুল রব হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানায়, আব্বাস ও তার ভাই দীর্ঘদিন ধরে কুখ্যাত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত। বিগত সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব হারুন বিশ্বাস ও কাজিরচর ইউপি চেয়ারম্যান মন্টু বিশ্বাসের সহযোগী হিসেবে ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তারা। থানা সূত্রে জানা যায়, আব্বাস এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ,...