চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে আলোচনায় ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা আব্দুল্লাহ আল মামুন। এজিএস পদে মনোনয়ন ফরম উত্তোলন করলেও শেষাবধি প্যানেলে জায়গা পাননি এই ছাত্রদল নেতা। ‘বঞ্চিত’ মামুন তাই স্বতন্ত্রভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের সক্রিয় একজন নেতা। গত বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনে মামুন ছিলেন অগ্রভাগে। মহাসড়ক অবরোধ থেকে শুরু করে ‘বাংলা ব্লকেড’, প্রতিটি কর্মসূচিতেই দৃশ্যমান ছিল তার উপস্থিতি। খালি গায়ে বুকে লেখা ‘ফ্রি কোটা অর ডাই’ এবং হাতে জাতীয় পতাকা- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও...