১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম দীর্ঘ ৯ বছর পর শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন। শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা...