যুক্তরাজ্যের অক্সফোর্ডে ফুল ফান্ডেডবৃত্তি নিয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামিয়া ইসলাম আনিকা। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পাঁচ বছর মেয়াদি এমফিল প্লাস ডিফিল প্রোগ্রাম ইন ইকোনমিক্স (মূলত পিএইচডি) কোর্সে অংশ নেবেন। ক্ল্যারেনডন ফান্ড স্কলারশিপের আওতায় কোর্স ফি ও জীবনযাপনের ভাতা বাবদ বার্ষিক প্রায় ৫১হাজার ৮০০ পাউন্ড স্টার্লিং পাবেন সামিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী সামিয়া ইসলাম অনার্সে ৩.৯২ সিজিপিএ পেয়ে বিভাগে ও সমাজবিজ্ঞান অনুষদে প্রথম স্থান অর্জন করেছিলেন। তার মাস্টার্সের সিজিপিএ ৩.৯১। তার জিআরই স্কোর ৩৩১ (কোয়ান্ট ১৭০/১৭০) ও আইইএলটিএস স্কোর ৮.৫/৯৷ পড়াশোনার পাশাপাশি নিয়মিত গবেষণার কাজেও যুক্ত ছিলেনসামিয়া। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি গবেষণায় জামালপুরে কৃষকদের আচরণে জৈব সার বিষয়ক তথ্যের প্রভাব নিয়ে কাজ করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের HER Power Project, সমবায় অধিদপ্তরের...