শুক্রবার জুমার নামাজের পর উপজেলার আলাপদী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে খুনের মূলহোতা বড় ভাই আক্তার হোসেনসহ পরিবারের অনেক সদস্য পলাতক রয়েছেন। নিহত যুবক উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে শুক্রবার জুমার নামাজের পর নিজ বাড়ির গাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ডাব পাড়েন ছোট ভাই ওমর ফারুক খোকা। এ সময় তার বড় ভাই আক্তার হোসেন তাকে ডাব পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আক্তার হোসেন ও ওমর ফারুক দুজনেই ধারালো অস্ত্র নিয়ে এক অন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় বড় ভাই আক্তার হোসেনের ছুরিকাঘাতে ছোট ভাই...