ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছেন ম্যানচেস্টার সিটির রদ্রি। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যালন দ’র জয়ী এই মিডফিল্ডারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। আর্সেনালের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না কোচ পেপ গুয়ার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রোববার আর্সেনালের মুখোমুখি হবে সিটি। চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার নাপোলিকে ২-০ গোলে হারানোর ম্যাচে সিটির শুরুর একাদশে ছিলেন রদ্রি। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। এক ঘণ্টা পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। নিজেই কোচকে বদলি নামানোর ইশারা দেন ২৯ বছর বয়সী স্প্যানিয়ার্ড। তখন থেকেই তাকে নিয়ে শঙ্কা উঁকি দিতে শুরু করে। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে সেই কালো মেঘ দূর করতে পারেননি গুয়ার্দিওলাও। “আমি এখনও জানি না, তবে সে বুদ্ধিদীপ্ত কাজ করেছে (বৃহস্পতিবার নাপোলির বিপক্ষে ম্যাচে বদলির অনুরোধ করে)। এখন আমরা তার অবস্থা পর্যবেক্ষণ...