কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভাকে কেন্দ্র করে সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করায় সংগঠনের এক পক্ষ বিক্ষোভ মিছিল করে, অপর পক্ষ স্থান পরিবর্তন করে এলেঙ্গা বিএম কলেজ মাঠে কর্মীসভা সম্পন্ন করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এলেঙ্গা বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মীসভায় কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন রশিদ মিনুর সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফ হোসেন শাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ফরহাদ উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক। প্রধান বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল খান। এছাড়াও জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কর্মীসভায় অংশ নেন। অন্যদিকে, স্থান পরিবর্তনের কারণে কর্মীসভায় অংশ না নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অপর একটি...