পারমাণবিক কর্মসূচিকে পুনরায় সক্রিয় করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে। এর আগে নিরাপত্তা পরিষদে ইউরোপের তিন শক্তিধর দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। খবর এএফপির। এই তিনটি ইউরোপীয় দেশই ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) নামক একটি চুক্তির স্বাক্ষরকারী এবং তাদের উদ্দেশ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সম্প্রতি এই তিন দেশ অভিযোগ করেছে যে ইরান চুক্তির অধীনে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, তিনি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ঠেকানোর জন্য ইউরোপীয় শক্তিধর দেশগুলোকে একটি ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ প্রস্তাব দিয়েছেন। এদিকে, ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বর্তমান নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার পর বলেন, ‘আমরা...