মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট শির সঙ্গে শুক্রবার কথা বলব, আপনারা জানেন। এই আলোচনা হবে টিকটক ও বাণিজ্য নিয়ে। আমরা সব বিষয়ে চুক্তির খুব কাছাকাছি।’ এই ফোনালাপ এমন সময়ে হলো, যখন বাণিজ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে। ওয়াশিংটন শুল্ক এবং বাজার প্রবেশাধিকার নিয়ে বেইজিংকে চাপ দিচ্ছে, পাশাপাশি টিকটকের ডেটার সুরক্ষা নিশ্চিত করতে চাইছে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, যদি টিকটকের চীনা মূল কোম্পানি বাইটড্যান্স তাদের মার্কিন কার্যক্রম বিক্রি না করে বা কঠোর ডেটা লোকালাইজেশন এবং তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা পূরণ না করে, তাহলে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। নেতাদের এই ফোনালাপকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের সময় (৩০ অক্টোবর-১ নভেম্বর) এই দুই নেতার সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা কর্মকর্তারা...