জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট আপাতত করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর পরিবর্তে এনসিপি স্বতন্ত্রভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন এই নেতা। এ ছাড়া নিম্ন কক্ষে নয়, তাঁল দল কেবল উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চায় বলেও জানান তিনি। আজ শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অক্টোবরে উপজেলা পর্যায়ে কর্মসূচিতে যাবে এনসিপি। জাতীয় নির্বাচনের জন্য দলের সবাইকে সাংগঠনিক...