নেত্রকোণার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের সই করা পত্রে ওই ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নোটিসে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আশিক আহমেদ বলেন, “দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে কারণে তাদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নোটিসের অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।” নোটিস পাওয়া নেতারা হলেন, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও...