১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দরিদ্র, অসহায়, মা ও শিশু যারা ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত—তাদের বাড়ির পাশে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা ও পরামর্শ পৌঁছে দিচ্ছে এসব কমিউনিটি ক্লিনিক। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত “প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার” বিষয়ক সেমিনারে এ কথা বলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান। তিনি আরও বলেন, “কমিউনিটি ক্লিনিকগুলোর কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে। অনেক জায়গায় জরাজীর্ণ ভবন, বাউন্ডারি ওয়াল না থাকায় কার্যক্রমে অসুবিধা হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।”অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত...