নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা পুলিশের। গুরুতর আহত দুই জনকে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহত মনির হোসেনকে (২৭) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতের ভগ্নিপতি কামাল মাস্টার জানান, মনির পেশায় স্যানিটারি মিস্ত্রি। সহকর্মীর সঙ্গে কাজ শেষে বাইসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে মস্তুল এলাকায় একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে আহত হন। নিহত...