আফগানিস্তানে তালেবানের কঠোর নীতির কারণে ইরানের আফিম সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থায় চার দশক পর প্রথমবারের মতো চিকিৎসা কাজে আফিমের বৈধ চাষ শুরুর পরিকল্পনা করছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়ালের টাইমস এ খবর জানিয়েছে। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ হাশেমি বলেন, দীর্ঘমেয়াদে টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে আফিমের বৈধ চাষ অপরিহার্য। নিয়ন্ত্রিত আমদানি বা বৈধ চাষ নিশ্চিত করতে ব্যর্থ হলে মরফিন, কোডিন ও পেথিডিনের মতো জরুরি ওষুধ পাওয়া কঠিন হয়ে পড়বে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ইরানের মরফিন ও অন্যান্য ওপিওয়েড উৎপাদকরা দীর্ঘদিন ধরে জব্দকৃত অবৈধ আফগান মাদকের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ২০২২ সালে তালেবান সরকার আফিম চাষে কড়াকড়ি আনার পর জব্দকৃত মাদকের পরিমাণ ব্যাপকভাবে কমে যায়। ২০২১ সালে যেখানে ৭৫০ টন মাদক জব্দ...