পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন তিনি। এরপর সন্ধ্যায় বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্য করে আরেকটি পোস্ট দেন এই লাস্যময়ী অভিনেত্রী, যা মুহূর্তেই ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া নিজের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে বাংলা ভাষায় লেখেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো।’ তারপর বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার যোগ করে একটি লাভ ইমোজি দেন। পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর বাংলাতে লেখা ক্যাপশন মুহুর্তেই বাংলাদেশি ভক্তদের হৃদয় জয় করে নেয়। তারাও ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। মাত্র এক ঘণ্টায় পোস্টটি রিয়েক্ট পড়েছে ৬০ হাজার, কমেন্ট ৫ হাজার। জাহিদ হাসান নামের একজন কমেন্টে লিখেছেন, ‘বাংলাদেশে স্বাগতম। এই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। ঢাকার কর্মচঞ্চল রাস্তা থেকে শুরু...