১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম সাফল্যামণ্ডিত ক্যারিয়ারে দারুণ এক অর্জনের সামনে মুস্তাফিজুর রহমান। আর মাত্র ৪ উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাঁ-হাতি এই পেসার। বর্তমানে ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজ। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে এখনও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শিকারি সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলতে আর ৪ উইকেট প্রয়োজন এ পেসারের। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করবে বাংলাদেশ। লংকানদের বিপক্ষেই সাকিবকে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে মুস্তাফিজের। কারণ শ্রীলংকা বিপক্ষে পারফরমেন্সে ধারাবাহিকতা আছে তার। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শ্রীলংকার বিপক্ষেই নিয়েছেন তিনি। এজন্য ১৬ ম্যাচ খেলেছেন ফিজ। ১৫ ম্যাচে...