ফিলিপিন্সে টানা অস্বাভাবিক বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে, শহরের পর শহর কার্যত অচল। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও সাধারণ মানুষের সবচেয়ে বড় ক্ষোভ প্রকৃতির নয়, বরং সরকারের বিরুদ্ধে। বন্যা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন পেসো খরচ হলেও সড়ক, বাঁধ ও ড্রেনেজ ব্যবস্থায় কোনো উন্নয়ন হয়নি। এর পেছনে রয়েছে দুর্নীতি ও ‘ভূতুড়ে প্রকল্প’। এই পরিস্থিতিতে আরও বিপজ্জনক হয়ে উঠেছে পানিবাহিত রোগের সংক্রমণ। রাজধানীর আশপাশে লেপ্টোসপাইরোসিস নামে এক ধরনের সংক্রমণ বাড়ছে, যা মূলত ইঁদুরের মল থেকে ছড়ায়। ৩৬ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা, ক্রিসা তলেন্তিনো, প্রতিদিন পানিতে ডুবে যাওয়া রাস্তায় প্যাডেলবোটে করে স্কুলে যান। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরেই বন্যাকে জীবনের...