ভারতে জীবন্ত পুঁতে ফেলা এক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। তবে প্রাণের ঝুঁকি এখনো কাটেনি ২০ দিন বয়সী শিশুটির, লড়ছে মৃত্যুর সঙ্গে। সম্প্রতি এমন বর্বরোচিত ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায়। বিবিসি জানিয়েছে, স্থানীয় এক রাখাল ছাগল চরাতে গিয়ে মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি মাটির নিচে থেকে বের হয়ে থাকা ছোট্ট একটি হাত দেখতে পান। খবর দেওয়া হলে গ্রামবাসী ও পুলিশ এসে শিশুটিকে মাটি খুঁড়ে উদ্ধার করে। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. রাজেশ কুমার জানান, শিশুটি হাসপাতালে আনার সময় মুখ ও নাকে মাটি ঢুকে শ্বাসকষ্ট হচ্ছিল। শরীরে পোকামাকড় ও কোনো প্রাণীর কামড়ের দাগও ছিল। তিনি বলেন, প্রথমে সামান্য উন্নতি দেখা গেলেও পরে অবস্থার অবনতি হয়। বর্তমানে শিশুটি মারাত্মক...