আগামীকাল এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে হেরেছিল বাংলাদেশ।পরে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাই বাংলাদেশকে সুপার ফোরে ওঠার পথ তৈরি করে দেয়। এবার আবার মুখোমুখি হচ্ছে ‘বাঘ ও সিংহ’রা। বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নতুন কিছু নয়। গত কয়েক বছরে এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। সমর্থকেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম মজার পোস্ট আর মিম শেয়ার করছেন। মাঠে নামলে দুই দলই একে অপরকে ছাড় দেয় না, এবারও তার ব্যতিক্রম হবে না। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ছিল দুর্দান্ত। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়েছে তারা। আফগানিস্তানের বিপক্ষে কুশল মেন্ডিসের অপরাজিত ৭৪ রানের ইনিংস লঙ্কানদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। ওপেনার পাথুম নিশাঙ্কা আছেন ফর্মে, দলে ফিরছেন স্পিনার মাহিশ থিকশানা। যিনি দুবাইয়ের ধীর পিচে বড় ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ...