এশিয়া কাপ ২০২৫-এ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও পাকিস্তান দলের কর্মকর্তাদের বৈঠক ঘিরে প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি অস্বীকার করেছে। আজ পিসিবি এক বিবৃতিতে জানায়, দলের মিডিয়া ম্যানেজার নঈম গিলানি বৈঠকটি মোবাইলে ধারণ করলেও তা প্রোটোকল ভঙ্গ নয়। এর আগে বৃহস্পতিবার আইসিসি প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এক ই-মেইলে পিসিবির বিরুদ্ধে ‘বহুবিধ প্রোটোকল ভঙ্গের’ অভিযোগ তোলেন। বিশেষ করে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় বৈঠক মোবাইলে ধারণ ও পরে পিসিবির প্রকাশিত প্রেস রিলিজে পাইক্রফটকে ‘ক্ষমা চাওয়ার’ দাবি নিয়েই আপত্তি জানায় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট করে জানায়, পাইক্রফট ক্ষমা চাননি, বরং কেবল ভুল বোঝাবুঝির জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। পিসিবি অবশ্য বলেছে, দলের মিডিয়া ম্যানেজার স্কোয়াডের অংশ হওয়ায় তার প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়াতে...