ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় সশস্ত্র দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় ৩৩ আসাম রাইফেলসের দুই সদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিট নাগাদ বিষ্ণুপুরের নাম্বোল সবল লেইকাই এলাকায় আসাম রাইফেলসের সদস্যদের বহনকারী একটি ট্রাকে এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, স্থানটি ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। সশস্ত্র দুষ্কৃতিকারীরা অতর্কিতে গুলি চালায়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে জাতিগত সংঘাতের পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর...