দেশে ‘উগ্র প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক’ গোষ্ঠীর উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শুক্রবার বিকালে ঢাকায় দলের ত্রয়োদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “এ সময় আমরা দেখতে পাচ্ছি, দেশে দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তির উত্থান। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী দেশসমূহ আমাদের দেশের ওপরে আধিপত্য বিস্তারে আগ্রাসী ভূমিকা নিচ্ছে। “গণতন্ত্রের পথে হাঁটতে অনতিবিলম্বে সুষ্ঠু-অবাধ-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও কোনো কোনো মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। সরকারের কোনো কোনো উপদেষ্টা ও সরকারের সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলসমূহের ভূমিকা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করছে।” বৈষম্যহীন ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আশু ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণের লক্ষ্য নিয়ে শুরু ত্রয়োদশ জাতীয় সম্মেলনে মিলিত হয়েছে সিপিবি। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে জাতীয়...