যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। এ বিষয়ে গোলাম মোর্তজা জানান, কর্তৃপক্ষ সংখ্যা উল্লেখ করেনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টেও তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে গোলাম মোর্তজা লেখেন, ‘পুরো প্রক্রিয়াটি এখনো তদন্তাধীন। আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে যার যেমন ইচ্ছে তেমন মন্তব্য করছেন। আমার নাম উল্লেখ করেও কেউ কেউ বলছেন, একটা মামলা হয়েছিলো। আমি নাকি আওয়ামী লীগের সঙ্গে আপস করে ফেলেছি।’ তিনি বলেন, ‘আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে ভিত্তিহীন, তথ্যহীন ও অসত্য মত প্রকাশ করলে আমার কিছু...