ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় শুক্রবার ৩৩ আসাম রাইফেলসের একটি ট্রাকের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত দুই সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হতাহতদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে আসাম রাইফেলসের সদস্যদের বহনকারী ৪০৭ টাটা গাড়িটি নাম্বোল সাবাল লাইকাই এলাকায় হামলার মুখে পড়ে। হামলার স্থান ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিমি দূরে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। হামলার স্থানটি ইম্ফল ও চুরাচাঁদপুরের মাঝামাঝি এলাকায় অবস্থিত। ২০২৩ সালের মে...